১৩ বছর আগে গোরক্ষপুর সিরিয়াল ব্লাস্টে প্রধান অভিযুক্ত তারিক কাসিমকে আদালত সাজা শুনিয়েছে। আদালত কাসিমের উপর যাবদজীবন কারাদণ্ড ও ২ লক্ষ ১৫ হাজার টাকার জরিমানা লাগু করেছে। আদালত এও বলেছে যে জরিমানা অবশ্যই সময়ের মধ্যে দিতে হবে।
জরিমানা সময়মতো না দিলে আরো ৫ মাসের অতিরিক্ত জরিমানা দিতে হবে বলে আদালত জানিয়েছে। উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রজলাল তারিক কাসিমকে আতঙ্কবাদী বলে মন্তব্য করেছেন।
২০১২ সালে উত্তরপ্রদেশের ক্ষমতায় থাকা সমাজবাদী পার্টি তারিক কাসিমের উপর থেকে মামলা তুলে নেওয়ার প্রয়াস করেছিল বলে অভিযোগ উঠেছিল। মামলা বন্ধ করার জন্য উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি চেষ্টা করলেও আদালত মামলা ক্লোজ করতে অস্বীকার করে। এখন প্রধান অভিযুক্তকে আদালত সাজা শুনিয়েছে যা নিয়ে রাজনৈতিক শক্তি কাজে লাগিয়ে অপরাধীদের তুষ্টিকরনের মতো ইস্যু নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে।
तारिक क़ासमी ‘हूजी’ आतंकवादी है, जिसे बाराबंकी से 2008 में मेरे निर्देशन में गिरफ़्तार किया गया था। बहनजी @Mayawati ने तुष्टिकरण के तहत निमेष आयोग बनाया और अखिलेशयादव @yadavakhilesh ने बाराबंकी में गिरफ़्तारी का मुक़दमा वापस लिया,आतंकवादियों को खुला संरक्षण। pic.twitter.com/18ort3Pfpo
— Brij Lal (@BrijLal_IPS) December 22, 2020
প্রসঙ্গত, ২০০৭ সালে গোরক্ষপুরের গোলঘরে সন্ধ্যে ৭ টেয় পরপর ৩ টি ব্লাস্ট হয়েছিল। তিনটি আলাদা আলাদা স্থানে ৫ মিনিট পর পর ব্লাস্ট হয়েছিল। তিনটি ব্লাস্টে টিফিন বোমার ব্যাবহার করা হয়েছিল।