Press "Enter" to skip to content

লাল সন্ত্রাস দমনে নামল সেনা, দান্তেওয়াড়ায় নিকেশ একাধিক মাওবাদী! এখনও চলছে অভিযান

শেয়ার করুন -

দান্তেওয়াড়াঃ ছত্তিসগড়ে সেনা আর মাওবাদীদের মধ্যে রবিবার দুপুর থেকে এনকাউন্টার শুরু হয়েছে। সেনার এই এনকাউন্টারে বেশ কয়েকজন মাওবাদী নিকেশ হয়েছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত একজন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। সেনার জওয়ান আর কেটকল্যাণ এরিয়া কমিটির নকশালিদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়েছে।

এই এনকাউন্টার দান্তেওয়াড়া আর জঙ্গমপালের জঙ্গলে হচ্ছে। পুলিশ এখনও পর্যন্ত একজন মাওবাদীর দেহ উদ্ধার করেছে। মৃত মাওবাদীর উপর এক লক্ষ টাকার পুরস্কার ছিল। ঘটনাস্থল থেকে ২ কেজি IED বিস্ফোটকম একটি 8 MM পিস্তল সমেত নকশালি সাহিত্য এবং অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে।

বলে রাখি, গত সপ্তাহে ছত্তিসগড়ের বিজাপুরে হওয়া নকশালি হামলার জবাবে সেনা ১২ জন নকশালিকে নিকেশ করেছিল, আর কয়েকজন নকশালি গুরুতর আহত ছিল। নকশালিদের সঙ্গে হওয়া ওই সংঘর্ষে সেনা ২৪ জন জওয়ান শহীদ হয়েছিলেন আর ৩২ জন জওয়ান আহত হয়েছিলেন। এবং একজন কোবরা জওয়ানকে অপহরণ করে নিয়ে গিয়েছিল নকশালিরা। যদিও, পরে তাঁকে মুক্ত করে তাঁরা।