Press "Enter" to skip to content

ফের বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন! মৃত কমপক্ষে তিন

শেয়ার করুন -

কলকাতাঃ দক্ষিণ বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরের পাশে উখিয়ার কুতুপালং বাজারে শুক্রবার ভয়াবহ আগুন লাগার ঘটনার ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায় আর তিনজনের মৃত্যু হয়। স্থানীয় পুলিশের অফিসার আহমেদ সুঞ্জুর মুরশিদ বলেন, দমকল কর্মীরা কয়েকঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে এখনও পর্যন্ত তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার যখন আগুন লেগেছিল তখন কুতুপালং রোহিঙ্গা শিবিরে মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা ঘুমাচ্ছিল। যদিও এখনও জানা যায়নি যে কীভাবে আগুন লাগল। গত মাসে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন লাগার কারণে ১৫ জনের মৃত্যু হয়েছিল আর ৫৬০ জন আহত হয়েছিল। সেই অগ্নিকাণ্ডে প্রায় ৪৫ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছিল।

ফাইল ছবি

দমকল বিভাগের আধিকারিক জানান, তিনঘণ্টার বেশি সময় ধরে সংঘর্ষ করার পর আগুন কাবুতে আনা সম্ভব হয়েছে। উনি বলেন, অনেকেই আহত হয়েছেন তবে আগুন কীভাবে লাগল সেটা এখনও স্পষ্ট না।