CAB বিল পাস হওয়ার পর দেশের নানা জায়গায় কট্টরপন্থীরা উৎপাত শুরু করেছে। বাস ভাঙচুর,ট্রেনে আগুন লাগানো, টোল প্লাজায় আগুন লাগানোর মতো কাজ করছে কট্টরপন্থীরা। পশ্চিবঙ্গে লুঙ্গি বাহিনীর উপদ্রবে মানুষ আতঙ্কে রয়েছে। উত্তরবঙ্গ এই সাথে দক্ষিণ বঙ্গের যাতায়াত ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরিকল্পনা মাফিক কট্টরপন্থীরা এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে যে পুলিশ পুজোতে বাজি ফাটানোর অপরাধে নিরীহ মানুষকে গ্রেফতার করতে চলে যায়, সেই পুলিশ লুঙ্গি বাহিনীর কাছে হাঁটু গেড়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ উলুবেড়িয়ায় লুঙ্গি বাহিনীকে গ্রেফতার করতে গিয়ে উল্টে আক্রমনের শিকার হয়েছে। দিল্লী ও উত্তর প্রদেশে অন্য ছবি দেখা যাচ্ছে।
উত্তরপ্রদেশের পুলিশ উপদ্রবকারীদের বেধড়ক ওষুধ দিয়েছে। তবে দিল্লীতে উপদ্রব এখনও চলছে এবং বাচ্চাদের স্কুলবাসকে পর্যন্ত টার্গেট করা হচ্ছে। এমনসব উপদ্রবের মধ্যে হেডলাইন ইন্ডিয়া বড়ো পর্দাফাঁস করেছে। আসলে হেডলাইনস ইন্ডিয়ার এক সাংবাদিক দিল্লীতে কিছু মুসলিম প্রদর্শনকারীদের মুখোমুখি হন। তিনি তাদের CAB সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করলে তারা কেউ উত্তর দিতে পারেননি। কেউ বলে মুসলিমদের বের করা হচ্ছে, কেউ বলেছে CAB মানে হলো NRC, কেউ আবার বলেন তার জানা নেই।
অর্থাৎ CAB এর অর্থ না বুঝেই কিছুজন রাস্তায় বিরোধ করতে শুরু করেছে। মনে করা হচ্ছে মুলসিমদের উস্কানি দিয়ে CAB বিলের বিরুদ্ধে দেশে ভাঙচুর চালানো হচ্ছে। CAB বিল নিয়ে কট্টরপন্থীরা দাবি করেছে যে, পাকিস্তান বা বাংলাদেশ থেকে আগত মুসলিমদেরও নাগরিকত্ব দিতে হবে। কট্টরপন্থীরা বলেছে, মোদী সরকার ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করছে। সব ধর্মের মানুষ সমান তাই বাংলাদেশ থেকে আগত হিন্দুকে নাগরিকত্ব দিলে বাংলাদেশ,পাকিস্তান থেকে আগত মুসলিমদেরও নাগরিকত্ব দিতে হবে।
সব মিলিয়ে রোহিঙ্গা সহ সকল অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার দাবি উঠেছে। তবে সরকার জানিয়েছে, প্রতিবেশী দেশগুলিতে ধার্মিক কারনে অত্যাচারিত, নিপীড়িত মানুষদের এদেশে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্ত বিরোধিরা দাবি করছে যে পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত মুসলিমদেরও নাগরিকত্ব দেওয়া হোক।