“উঠের পাকস্থলী নাকি বেগুন পোড়া”- মমতা ব্যানার্জীর আঁকা ছবিকে নিয়ে ট্রোল সোশ্যাল মিডিয়ায়
সোমবার রাতে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় কমিশন। মুখ্যমন্ত্রীর প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করে কমিশন। সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। কমিশনের এই সিদ্ধান্তের পরই সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি একটি টুইট করে মঙ্গলবার দুপুর ১২টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসার ঘোষণা করেন।
দুপুর ১১টা ৩৫ নাগাদ মুখ্যমন্ত্রী গান্ধী মূর্তির পাদদেশের ধরনা মঞ্চে উপস্থিত হন। মুখে কালো মাস্ক আর গলায় গামছা নিয়ে ওনাকে ধরনায় বসে বসে ছবি আঁকতে দেখা যায়। মুখ্যমন্ত্রী নিজের সাথে তুলি, রং, কাজগ ইত্যাদি নিয়েই বসে ছিলেন। ধর্নার সময় মমতা ব্যানার্জী বেশ কয়েকটি ছবি আঁকেন যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়েছে।
মমতা ব্যানার্জীর আঁকা ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর ট্রোল শুরু হয়েছে। মমতা ব্যানার্জী কি এঁকেছেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন। মমতা ব্যানার্জীর আঁকা ছবিকে টুইট করে অভিজিৎ মজুমদার লিখেছেন , “মাননীয়া এঁকেছেন। উটের পাকস্থলী।”
মাননীয়া এঁকেছেন। উটের পাকস্থলী। pic.twitter.com/tiH3d8a5fE
— Abhijit Majumder (@abhijitmajumder) April 13, 2021
সীমা চৌধুরী নামের এক টুটার ইউজার মমতা ব্যানার্জীর আঁকা ছবিকে ‘বেগুন পোড়া’ বলে কটাক্ষ করেছেন। সারানাথন নামের এক ইউজার লিখেছেন, ফিজিওলজিস্টদের ছবিটিকে দেখা উচিত এবং কি ছবি এঁকেছেন তা খুঁজে বের করে আনা উচিত।
mamta banerjee should quit painting honestly. can't even draw her favourite spongebob character correctly pic.twitter.com/N6Gk87IQ0t
— ɐɥsuɐʞɐ (@acan_sha) April 13, 2021
কেউ কেউ আবার মমতা ব্যানার্জীর আঁকা ছবিকে অনিমেশনের সাথে তুলনা করেছেন।