ওয়েবডেস্কঃ গুজরাটের (Gujarat) কচ্ছ জেলার (Kutch District) ভুজে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি করার গভীর অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, মামদ আবদুল্লাহ লুহার নামের এক ব্যাক্তি বৃহস্পতিবার মধ্যরাতে মসজিদে ঢুকে পরে আর মসজিদের লাউড স্পীকার দিয়ে অসময়ে আজান দেয় এবং নিজের সম্প্রদায়ভুক্ত মানুষদের বাড়ি থেকে হাতিয়ার নিয়ে বেরিয়ে আসতে বলে।
ভুজ এ ডিভিশন থানার সাব ইনস্পেক্টর কে.এম. অগরাবত জানান, ওই ব্যাক্তিকে ইন্ডিয়ান পিনাল কোড ১৫৩(এ) অনুযায়ী সাম্প্রদায়িক উস্কানি দেওয়া অপরাধে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আধিকারিক জানান, তাঁর বিরুদ্ধে আইপিসি এর ধারা ২৬৯ আর ২৭০ ও লাগানো হয়েছে। এই ধারা লকডাউন লঙ্ঘন, সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা আর হিংসা ছড়ানোর জন্য লাগানো হয়েছে।
পুলিশ আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে লুহারকে মানসিক রুপে অসুস্থ পাওয়া গেছে। আর মসজিদের লাউডস্পিকার থেকে তাঁর উস্কানিমূলক ভাষণ দেওয়ার কোন উদ্দেশ্য ছিল না।
উনি জানান, মসজিদের কর্তৃপক্ষরা যখন ঘটনার ব্যাপারে জানতে পারেন, তখন তাঁরা পুলিশকে ফোন করেন আর পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে।