Press "Enter" to skip to content

মহম্মদ রিয়াসের সাথে নিজের মেয়ে বিনার বিয়ে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন

শেয়ার করুন -

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (pinarayi vijayan) আজ তার মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করালেন। পিনারাই বিজয়ন তার মেয়ে বিনার বিয়ে মহম্মদ রিয়াস নামে এক ব্যক্তির সাথে সম্পন্ন করিয়েছেন। কিছুদিন আগেই এই বিয়ের সম্ভবনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছিল। বলা হচ্ছিল ১৫ জুন কেরলের মুখ্যমন্ত্রীর মেয়ের বিয়ে মহম্মদ রিয়াসের সাথে সম্পন্ন হতে পারে।

তখন অনেকেই বিষয়টিকে মিথ্যা বলে দাবি করেছিলেন। তবে এখন আনুষ্ঠানিকভাবে বিনা ও মহম্মদ রিয়াসের বিয়ে সম্পন্ন হয়েছে। আজ পিনারাই বিজয়নের কন্যা বিনা মহম্মদ রিয়াসের জীবনসঙ্গিনীতে পরিণত হয়েছেন।

প্রসঙ্গত জানিয়ে দি, মহম্মদ রিয়াস বামপন্থী সংগঠনের নেতা। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তার কন্যার বিয়ে একজন রাজনৈতিক ব্যাক্তির সাথেই সম্পন্ন করালেন। মহম্মদ রিয়াস সিপিএম এর যুব সংগঠন DYFI এর সভাপতি। অন্যদিকে বিনা আইটি প্রফেশনাল।

করোনা ভাইরাসের মধ্যে লকডাউনের নিয়ম মেনেই মুখ্যমন্ত্রীর কন্যার বিবাহ সম্পন্ন করানো হয়েছে। মুখ্যমন্ত্রী আবাসনেই খুবই ছোটো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন করানো হয়েছে।