Press "Enter" to skip to content

মহিলার নামে ফেক একাউন্ট বানিয়ে নোংরা নোংরা কমেন্ট করছিল স্কুল শিক্ষক শামস পারভেজ! গ্রেফতার করল পুলিশ

শেয়ার করুন -

উত্তরপ্রদেশের আজমগড় থেকে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এক স্কুল শিক্ষক ফেসবুকে ভুয়ো একাউন্ট বানিয়ে আপত্তিজনক কমেন্ট করছিল বলে অভিযোগে উঠেছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে এবং জেলে পাঠানো হয়েছে।

বলা হয় শিক্ষকের কোলে সমাজের গঠন হয়। তবে যখন শিক্ষকের চরিত্র, শিক্ষকের নৈতিকতার উপর প্রশ্ন ওঠে তখন সমাজের ভবিষ্যত কোন দিকে যাচ্ছে তার উপরেও প্রশ্ন চিন্হ তৈরি হয়। যে শিক্ষক মহিলার নামে ফেক একাউন্ট বানিয়ে লাগাতার অভদ্র মন্তব্য করেছিলেন তার নাম শামস পারভেজ বলে জানা গেছে।

লক্ষণীয় বিষয় যে মহিলার নামে ভুয়ো একাউন্ট বানিয়ে বাজে বাজে মন্তব্য করার বিষয়টি নিয়ে অন্য এক শিক্ষক অভিযোগ জানিয়েছিলেন। সাইবার সেল এই বিষয়ে তদন্ত শুরু করলে পুলিশ জানায় যে শামস পারভেজ নামের বাক্তি ওই একাউন্ট পরিচালনা করছে। শিক্ষককে আইটি এক্টের অন্তর্গত গ্রেফতার করা হয়েছে।