উত্তরপ্রদেশের লক্ষণউতে ১৯ বছরের যুবক ইব্রাহিম হিন্দু ধর্ম গ্রহন করেছেন। ধৰ্ম পরিবর্তন করার সাথে সাথে ইব্রাহিম নিজের নাম পাল্টে আদিত্য রেখেছেন। সম্পূর্ণ বিধি বিধান মেনে লক্ষণউ এর আর্য সমাজ মন্দিরে তাকে সনাতনী হিন্দু ধর্মে ফিরিয়ে আনা হয়েছে।
জানিয়ে দি, আদিত্য মূলত হিন্দু পরিবারের ছেলে। আদিত্য এর মায়ের নাম অলকা চতুর্বেদী। ২০০০ সালে কানপুরের বিনোদ মিশ্র এর সাথে অলকা চতুর্বেদী বিবাহ সম্পন্ন করেন। আদিত্য ২০০৩ সালে জন্মগ্রহণ করেন। তারপরই তার মা বাবা আলাদা হয়ে যান।
এরপর অলকা চতুর্বেদী ২০১৪ সালে লক্ষণউ এর লিয়াকত খানকে নিকাহ করেন এবং ইসলাম ধর্ম গ্রহন করেন। আদিত্য নিজের শপথ পত্রে পুরো বিষয়টি জানিয়েছেন। জানা গেছে ২০১৫ সালে আদিত্য এর যে আধার কার্ড তৈরি করা হয়েছিল তাতে তার নাম ইব্রাহিম রাখা হয়েছিল।
তবে আর্য সমাজের হাত ধরে ইব্রাহিমের ঘর ওয়াপসি সম্পন্ন হয়েছে। জানিয়ে দি এর আগে শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভী ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহন করেছেন। ওয়াসিম রিজভী নিজের নাম পরিবর্তন করে জিতেন্দ্র নারায়ন ত্যাগী রেখেছেন।অন্যদিকে সম্প্রতি সিনেমা নির্দেশক আকবর আলি ইসলাম ত্যাগ করেছেন।