প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের (udvab thackeray) শপথ গ্রহণের পরেই ট্যুইট করে শুভেচ্ছা জানান। উনি বলেন, উদ্ভব ঠাকরে জি কে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী রুপে শপথ নেওয়ার জন্য শুভকামনা জানাই। আমি আশা করছি যে, উনি মহারাষ্ট্রের উজ্বল ভবিষ্যতের জন্য কাজ করবেন।
Congratulations to Uddhav Thackeray Ji on taking oath as the CM of Maharashtra. I am confident he will work diligently for the bright future of Maharashtra. @OfficeofUT
— Narendra Modi (@narendramodi) November 28, 2019
মহারাষ্ট্রে প্রায় একমাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে আজ সন্ধে ৬ঃ৪০ নাগাদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। উদ্ভব ঠাকরে মহারাষ্ট্রের ১৯ তম আর ঠাকরে পরিবারের প্রথম মুখ্যমন্ত্রী হলেন।
এছাড়াও কংগ্রেস থেকে বালাসাহেব থোরাত আর নিতিন রাউত, এনসিপি থেকে জয়ন্ত প্যাটেল আর ছগন ভুজবল এবং শিবসেনার তরফ থেকে সুভাষ দেশাই মন্ত্রী পদে শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উদ্ভব ঠাকরের ভাই রাজ ঠাকরেও উপস্থিত ছিলেন।
এর আগে আজ মহাবিকাশ অঘারি এর নুন্যতম অংশীদারি অনুষ্ঠান জারি করা হয়, যেখানে ধর্মনিরপেক্ষ শব্দে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাত আটটা নাগাদ সহ্যাদ্রি গেস্ট হাউসে প্রথম ক্যাবিনেট বৈঠক হবে।