বলিউডের ভাইজান সলমন খান দাবাং স্টাইলে হাঁটাচলা করেন। তিনি কাউকে পাত্তা দেন না বরং বাকিরা তাঁকে বুঝেশুনে চলেন। বদমেজাজের জন্য ইন্ডাস্ট্রিতে বেশ সুনাম ও দুর্নাম রয়েছে তাঁর। কিন্তু এই প্রথম এমন এক অভিনব দৃশ্য দেখা গেল যা দেখে বেজায় খুশি নেটিজেনরা। নেটিজেনদের একাংশ বলছে , উচিত শিক্ষা পেয়েছেন সলমন।
সদ্য ক্যাটরিনা কাইফকে নিয়ে টাইগার থ্রির শুটিং শুরু করতে রাশিয়া গিয়েছেন সলমন। কলাকুশলীদের নিয়ে বিমানবন্দরে পৌঁছাতেই তাঁকে ক্যামেরা নিয়ে ঘিরে ধরে সকলে। অভিনেতাও ব্যস্ত হয়ে পড়েন পোজ দিতে। এসবের মাঝে বিমানবন্দরে প্রবেশের আগে নিরাপত্তার সংক্রান্ত কাজকর্ম টুকুও কোনোক্রমেই সেরে চলে যাচ্ছিলেন তিনি।
View this post on Instagram
কিন্তু তাঁকে থামালেন নিরাপত্তার দায়িত্বে থাকা CISF জওয়ান, বললেন, আগে নিয়ম ঠিকঠাক মানুন। সতর্ক করলেন অভিনেতাকে। ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কাণ্ড দেখে হাসাহাসি শুরু করেছে নেটিজেনরা।
সবচেয়ে বেশি নজর কেড়েছে ওই CISF জওয়ান। যেভাবে তিনি সলমনকে আটকেছেন তা দেখে হইচই পড়েছে নেটদুনিয়ায়। সকলেই প্রশংসা করতে শুরু করেছেন তাঁর। কয়েকজনের মনে হয়েছে, উচিত শিক্ষা পেয়েছেন সলমন। এবার যদি এবার যদি জ্ঞানচক্ষু খোলে।