রাঁচিঃ ঝাড়খণ্ডের (Jharkhand) রাজধানী রাঁচির (Ranchi) আপার বাজারের রংরেজ গলিতে শিব মন্দিরে ভাঙচুর করার ঘটনা সামনে এসেছে। সমাজ বিরোধীরা সেখানকার শিব মন্দির থেকে শিবলিঙ্গকে সম্পূর্ণ ভাবে উপড়ে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে। আজ সকালে যখন স্থানীয় মানুষ এই ঘটনার কথা জানতে পারে, তখন তাঁরা একত্রিত হয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ।
এই ঘটনার পর মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। স্থানীয় মানুষ আজ আপার বাজারের সমস্ত দোকান বন্ধ রেখেছিল। হিন্দুত্ববাদি সংগঠনের সাথে যুক্ত কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। তাঁরা দাবে তোলে, এই জঘন্য কাজ যারা করেছে তাঁদের যেন অতি স্বত্বর গ্রেফতার করা হয়।
Shiv temple vandalised in Ranchi, no guesses who is behind this.
Govts are busy in arresting honest journalist, who will arrest the culprits? pic.twitter.com/8ottUmjaS3
— FrontalForce (@FrontalForce) November 5, 2020
উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে দেশের আলাদা আলাদা অংশ থেকে হিন্দু মন্দিরে ভাংচুরের ঘটনা সামনে এসেছে। কিছুদিন আগে হরিয়ানায় এরকম ঘটনা সামনে এসেছি। সেখানে নবরাত্রীর দিনে দুর্গা মায়ের মূর্তি ভেঙে দিয়েছিল দুষ্কৃতীরা। ওই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।