Press "Enter" to skip to content

এক তেজস্বী হিন্দু সন্ন্যাসী, যিনি বিশ্বকে দেখিয়েছিলেন সনাতন ধর্মের শক্তি, ভারতের শক্তি

শেয়ার করুন -

যে কোনো দেশের মহাপুরুষ সেই দেশের জন্য একটা পাওয়ার হাউসের মতো কাজ করে। আর ভারতের মহাপুরুষরা শুধু ভারত নয়, পুরো বিশ্বের জন্য পাওয়ার হাউসের কাজ করেন। ভারতীয় মহাপুরুষদের মধ্যে যে নাম সবথেকে বেশি বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছে তা স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda) এর নাম। আসলে স্বামী বিবেকানন্দ সেই ব্যক্তি যার থেকে অনুপ্রাণিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু, বাঘা যতীনের মতো মহাপুরুষ তৈরি হয়েছিলেন। এমনকি বর্তমান সময়ে যারা দেশকে নেতৃত্বে দিচ্ছেন তারাও অনেকে স্বামী বিবেকানন্দের প্রেরণায় অনুপ্রাণিত।

ভারতের রাষ্ট্র্ববাদী সমাজ যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভগবানের আসনে বসায়। সেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর অনুপ্রেরণা ছিলেন স্বামী বিবেকানন্দ। সংকল্প শক্তি, বিচারের শক্তি, আধ্যাত্মিক জ্ঞানের অফুরন্ত ভান্ডার ছিলেন স্বামী বিবেকানন্দ। হিন্দু হয়ে জন্মানো কতটা গর্বের বিষয় তা বার বার মনে করিয়ে দিতেন স্বামীজী। যে জন্য তিনি বলতেন গর্বের সাথে বলো আমি হিন্দু।

স্বামী বিবেকানন্দ

ভারতের সমাজ যখন অধর্মের অন্ধনকারে ডুবে জাত-পাত নিয়ে মেতে উঠেছিল। ঠিক সেই সময় জন্মগ্রহন করেছিলে স্বামী বিবেকানন্দ। ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য ভারতীয় যুবকদের সাফল্যের রাস্তা দেখিয়ে ছিলেন স্বামী বিবেকানন্দ। বলেছিলেন, উঠো, জাগো, ততক্ষণ থামো না যতক্ষণ লক্ষ প্রাপ্তি না হয়। এই নীতিকে অবলম্বন করেই বাঘা যতীন, নেতাজি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। পুরো বিশ্ব যখন ভারতকে পিছিয়ে পড়া দেশ মনে করতো, ভারতীয়দের নীচ মনে করতো তখন এই সন্ন্যাসী পুরো বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছিলেন ভারত একমাত্র পৃথিবীর পুণ্যভূমি। বিদেশীরা যখন ভারত বা ভারতীয়দের অপমান করতো তখন কিভাবে জবাব দিতে হয় তা স্বামী বিবেকানন্দের থেকে কেউ ভালো পারতেন না।

বাংলায় জন্ম নেওয়া এই হিন্দু সন্ন্যাসী পুরো বিশ্বকে সনাতন ধর্মের শক্তি , ভারতের শক্তি সম্পর্কে জানিয়েছিলেন। আসলে দীর্ঘ সময় ইংরেজ শাসনে থাকার কারণে সমাজ সনাতন ধর্ম ও নিজের গৌরবশালী ইতিহাসকে ভুলে গেছিল। ভারত প্রাচীন সময় থেকে বিশ্বগুরু ছিল এটাই ভারতের সমাজ ভুলে গেছিল। যা স্মরণ করিয়ে দিতে এই হিন্দু সন্ন্যাসীর ভূমিকা অবাক করার মতো। আমেরিকার মতো দেশ যখন ভারতীয়দের অজ্ঞানী, মূর্খ মনে করতো, সেই সময় স্বামী বিবেকানন্দ এর ভাষণ পুরো বিশ্বের ভুল ধরিয়ে দিয়েছিল। হিন্দু ধর্ম ও তার মহানতা নিয়ে স্বামীজি যা বলেছিলেন তা আজও দেশবাসীকে গর্বিত করে।