Press "Enter" to skip to content

আমরা সবাই হিন্দুদের বংশধর, আমি নিজে পৃথ্বীরাজের বংশধর: মৌলানা তারিক জামিল

শেয়ার করুন -

পাকিস্তানের খুবই খ্যাতিনামা মৌলানা ও আমির খানের ধর্মগুরু তারিক জামিল বড়ো উক্তি করেছেন। উনি স্বীকার করেছেন যে ভারত পাকিস্তানের মুসলিমদের পূর্বপুরুষ হিন্দু। তারিক জামিল নিজের মুখে স্বীকার করেছেন যে উনি হিন্দুদের বংশধর।

তারিক জামিল মূলত ধার্মিক প্রবচন দেন। মুসলিম জনগোষ্ঠীর কাছে উনি ধর্মের নানা দিক তুলে ধরেন এবং ইসলামের প্রচার করেন। এই পরিপ্রেক্ষিতে এক ভাষণ দিতে গিয়ে তারিক জামিল বলেছেন যে তিনি পৃথ্বীরাজ চৌহানের বংশধর।

বলা হয়, একসময় ভারতখন্ড সহ পুর জম্বুদ্বীপ সনাতনী সভ্যতার অন্তর্গত ছিল। পরে কালক্রমে আরব থেকে শুরু করে ভারতে ইসলামের বিস্তার ঘটে। আর এখন এই কথাকেই যেন পরোক্ষভাবে সমর্থন করেছেন মৌলানা তারিক জামিল।

প্রসঙ্গত, তারিক জামিলের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ব্যাপকহারে তারিক জামিলের মন্তব্যকে শেয়ার করা হচ্ছে। যার উপর সোশ্যাল মিডিয়ায় ব্যাবহারকারীরা নিজের নিজের মতো করে তারিক জামিলের মন্তব্যের সমর্থন বা বিরোধ করছেন।