সেমিফাইনালে পাকিস্তানের হারের পর জমিয়ে মজা নিচ্ছে ভারতীয়রা! সোশ্যাল মিডিয়ায় শুরু ট্রোল
নাটকীয় আন্দাজে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার টিম। 177 রানের টার্গেট অস্ট্রেলিয়া টি 20 ওভারে হাসিল করে নেয়। মার্কাস স্টয়নিস ও ম্যাথিউ ওয়েড আগুন ঝলসানো ব্যাটিং করে পাকিস্তানকে মাঠের বাইরে করেছে।
প্রথমদিকে ৯৬ রানে ৫ টি উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। তবে খেলা ধরেন মার্কাস স্টয়নিস ও ম্যাথিউ ওয়েড। স্টয়নিস ৩১ বলে ৪০ রান করেন এবং ম্যাথিউ ওয়েড ১৭ বলে ৪১ রান করেন। পাকিস্তানের এই হারের পর টুইটারে যে সমস্তু প্রতিক্রিয়া আছে তা দেখার মত।
BYE BYE pakistan…wish u a happy journey
Dabur hajmola already on his way pic.twitter.com/3siLOncuEJ— Jonathan (@Jonathan57755) November 11, 2021
কোনো ইউজার বাবরের বিকৃত ছবি পোস্ট করে লিখেছেন, “এবার ডাবর হাজমলা সব ব্যাগপত্র গুছিয়ে বাড়ি যাবে।
When they are blaming Hasan Ali for dropping a catch and not me for getting 3 sixes in 19th over.#PAKVSAUS pic.twitter.com/DIgNn1palB
— Harshit Joshi (@joshiiharshit) November 11, 2021
কোনো কোনো ইউজার আবার মোদী অমিত শাহের এক ছবি পোস্ট করছেন যেখানে মোদী-শাহ ফোনে পাকিস্তানের হারের মজা নিচ্ছে বলে বোঝানোর চেষ্টা করা হয়েছে।
#Australia won semifinals.. #PAKVSAUS pic.twitter.com/XwGiGjjj9l
— #VishalVyang 🇮🇳 (@Bhatt_Vishal) November 11, 2021
কেউ কেউ আবার শাহিন আফ্রিদিকে কটাক্ষ করে ছবি পোস্ট করেছে। ছবিতে শাহিন আফ্রিদিকে দেখানো হয়েছে এবং লেখা হয়েছে, “হাসান আলীর ক্যাচের জন্য তাকে সবাই দোষারোপ করছে কিন্তু ১৯ ওভারে ৩ টি ছক্কার জন্য আমাকে কেউ দোষারোপ করেনি।”