সম্প্রতি কয়েকমাসে সমগ্র বিশ্বজুড়ে আতঙ্কবাদীদের উপদ্রব চরমে পৌঁছেছে। নাইজেরিয়া, অস্ট্রিয়া থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্ত থেকে লাগাতার উপদ্রবের ঘটনা সামনে আসছে। পাক সমর্থিত আতঙ্কবাদীরা ভারতেও উপদ্রবের বড়ো সুযোগ খুঁজছে। তবে সরকার ও সুরক্ষা এজেন্সিগুলির তৎপরতার কারণে দেশ বার বার বিপদের হাত থেকে রক্ষা পাচ্ছে।
সম্প্রতি জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা যে সাফাই অভিযান শুরু হয়েছে তাতে বেশকিছু জঙ্গি মারা পড়েছে। জম্মু থেকে নাসির আহমেদ নামের জইশের এক আতঙ্কবাদীকে গ্রেফতারও করেছে সুরক্ষাকর্মীরা। ভারত একদিকে যখন পাকিস্তানের একের পর ষড়যন্ত্র ব্যার্থ করতে সফলতা লাভ করছে।
J&K: Tunnel detected near International Border in Samba sector by BSF & J&K police.
"It seems terrorists involved in Nagrotra encounter used this 30-40 metre long tunnel as it's a fresh one. We believe they had a guide who took them till highway," says N S Jamwal, IG, BSF Jammu pic.twitter.com/ghmueuhAR2
— ANI (@ANI) November 22, 2020
এখন BSF পাকিস্তানের তাজা এক ষড়যন্ত্রের পর্দাফাঁস করেছে। আসলে ভারত-পাক সীমান্তে সুড়ঙ্গ বানিয়ে পাকিস্তান তাদের জঙ্গিদের অনুপ্রবেশ করাচ্ছিল। চিরুনি তল্লাশি চালানো পর BSF জওয়ানরা সেই সুড়ঙ্গ খুঁজে বের করেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, এই সুড়ঙ্গ ৫ ফুট x ৫ ফুট চওড়া। পাকিস্তানের দিকে সুড়ঙ্গটি প্রায় ৩০ থেকে ৪০ মিটার দূর পর্যন্ত বিস্তৃত বলে জানা গেছে। জম্মু কাশ্মীর পুলিশ এবং BSF এখন সুড়ঙ্গ পাওয়া এলকায় আরো তল্লাশি চালাচ্ছে।