ভারতে সাথে তাইওয়ানের সম্পর্ক লাগাতার দৃঢ় হচ্ছে। অন্যদিকে ভারতের জমগণ জাগ্রত হয়ে উঠায় রাষ্ট্রবাদী শক্তিও প্রবল হচ্ছে। তাইওয়ানের নেতারা ভারতের প্রশংসায় মুখর হয়েছেন। অন্যদিকে দুই দেশের নেতাদের মধ্যে ভালো সংযোগ স্থাপনও হচ্ছে। এক ইন্টারভিউতে তাইওয়ানের বিদেশমন্ত্রী বলেছেন যে উনার সরকার ভারতের সাথে ইন্টেলিজেন্স শেয়ার করার বিষয়ে ভাবনা চিন্তা করছে।
তাইওয়ান ভারতের সাথে গোয়েন্দা তথ্য শেয়ার করতে পারে, এমন খবর সামনে আসার পর চীন আবার আক্রোশ প্রকাশ করতে শুরু করেছে। চীনের সরকার তাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আবারও ভারতকে হুমকি দিতে শুরু করেছে। চীনের মুখপত্র গ্লোবাল টাইমস আরো একবার ভারতের বিরুদ্ধে বিষ উগরাতে নেমে পড়েছে।
গ্লোবাল টাইমসের এডিটর হু শিনজিং বলেছেন যা তার দেশ অর্থাৎ চীন নাকি ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উস্কে দিতে সক্ষম। ভারতে দা’ঙ্গা উস্কে দেওয়ার তথা দেশে আগুন ধরিয়ে দেওয়ার হু’মকি দিয়েছে হু শিনজিং। চীনের গ্লোবাল টাইমসের এডিটর মূলত চীনের সরকার হুকুম মতো কাজ করে। আর চীনের সরকারের নির্দেশে হু শিনজিং এই হু’মকি দিয়েছে।
While Indian social powers play with the Taiwan question, they must know that we could support separatist forces in northeast India and restoration of Sikkim. These could be our potential retaliation cards. Indian nationalists should be self-conscious. Their country is fragile. pic.twitter.com/GuOR8bBs1T
— Hu Xijin 胡锡进 (@HuXijin_GT) October 16, 2020
হু শিনজিং বলেছেন, উত্তরপূর্ব ভারত ও সিকিম এলকায় তারা দা’ঙ্গা ছড়িয়ে দিতে পারবে। তাই ভারতের রাষ্ট্রবাদী শক্তির এ বিষয়ে সাবধান থাকা উচিত। এর আগেও হু শিনজিং ভারতের অর্থনীতি বর্বাদ করে হু’মকি দিয়েছে।