কানপুরঃ উত্তরপ্রদেশের কানপুর থেকে বড় খবর সামনে আসছে। UP STF এর কনভয় দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায়। ওই কনভয় তেই মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার বিকাশ দুবে (Vikas Dubey) ছিল। ইউপির বর্রা থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় পুলিশের গাড়ি পাল্টে যায়। মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বিকাশ দুবে পালানোর চেষ্টা করে আর পুলিশের গুলিতে মারা যায়। যদিও এখনো এই ঘটনার আধিকারিক ঘোষণা হয়নি।
Gangster Vikas Dubey attempted to flee after the car overturned. Police tried to make him surrender, during which he fired at the policemen. He was injured in retaliatory firing by police. He was later rushed to the hospital: SP Kanpur West pic.twitter.com/iiwM0tcELb
— ANI UP (@ANINewsUP) July 10, 2020
শোনা যাচ্ছে যে গাড়ি পাল্টে যাওয়ার পর আহত Stf এর বন্দুক ছিনিয়ে বিকাশ পালানোর চেষ্টা করে। তখন পুলিশের টিম বিকাশ দুবের উপর ফায়ারিং করে। এই ফায়ারিংয়ে বিকাশ গুরুতর আহত হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শোনা যাচ্ছে যে গাড়িতে মধ্যখানে বিকাশ বসেছিল, তাঁর দুধারে কমান্ডো ছিল। শোনা যাচ্ছে যে, গুলিতে আহত বিকাশের মৃত্যু হয়েছে। যদিও এখনো এই ঘটনার আধিকারিক ঘোষণা হয়নি।