“আমাদের জীবন সংশয়, আমরা বাঁচতে পারবো না”- ভাইরাল বিজেপি কর্মীর আর্তনাদের ভিডিও
তৃণমূল কংগ্রেস পার্টির জয়লাভের পর থেকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। একের পর এক বিজেপির কর্মীর হত্যার খবর সামনে আসছে। শুধু এই নয়, ধর্ষণ এর অভিযোগও সামনে আসছে। বহু মানুষ অসমে গিয়ে ঠাঁই নিয়েছেন। যদিও সমস্তু অশান্তির ঘটনাগুলিকে ধামাচাপা দেওয়ার জন্য লেগে পড়েছে বিজ্ঞাপনলোভী মিডিয়া।
বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে মানুষের কাছে পৌঁছাচ্ছে যা যে কোনো শুভচিন্তক মানুষকে ব্যাথিত করছে। এমনকি এক ভিডিও সম্প্রতি ভাইরাল হচ্ছে যেখানে এক বিজেপি কর্মীকে কান্নাকাটি করতে দেখা যাচ্ছে।
ভাইরাল ভিডিওতে বিজেপি কর্মী ভোটের ফলাফলের পূর্নগণনার দাবি তুলেছেন। ভাইরাল ভিডিওতে উনাকে বলতে দেখা যাচ্ছে, “দয়া করে রিকাউন্টিং করুন। আমাদের বাড়ি ঘর ভেঙে দিচ্ছে। আমরা ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে থাকতে পারছি না। আমরা ভারতীয় জনতা পার্টি করি। ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছি না। আনাচে কানাচে লোকজন ঘুরে বেড়াচ্ছে।”
#WewantRecounting
পশ্চিমবঙ্গ
Yes or No@BJP4Bengal @tathagata2 @arpitahindu @Abhijit_Basak83 @DilipGhoshBJP @JPNadda @narendramodi @Amitava_BJP @AmitShah @ArjunsinghWB @SSAhluwaliaMP @SuvenduWB @paulagnimitra1 @me_locket @khagen_murmu @MukulR_Official @rajubanerjeebjp pic.twitter.com/haw3S0STsf— 𝐒𝐨𝐦𝐧𝐚𝐭𝐡 𝐒𝐚𝐦 (@SomnathSam4) May 7, 2021
ভিডিওতে ওই ব্যক্তি আরো বলেন, “এত কম ভোটে আমরা হারতে পারি না। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, সেই আশায় আমরা ভোট দিয়েছিলাম। আমরা নিজের বুথ জিতেছি। আমি গ্রামে বিজেপি করি বলে আমার শশুর শাশুড়িকে গালি গালাজ দিচ্ছে। বলেছে, তোর জামাই বিজেপি করে তোদের মারবো। দিলীপ ঘোষ মহাশয় আপনি রিকাউন্টিং এর ব্যাবস্থা করুন। নাহলে আমাদের জীবন সংশয়। আমরা বাঁচতে পারবো না। আমরা নরেন্দ্র মোদির আদর্শ নিয়ে পার্টি করি। রিকাউন্টিং এর ব্যবস্থা করুন নাহলে আমরা বাঁচতে পারবো না।” উল্লেখ্য, ভাইরাল ভিডিওর সত্যতা India Rag যাচাই করেনি।