‘মেরি ক্রিস্টমাস বলা হারাম, তুমি জাহান্নাম যাবে’- মুসলিম যুবককে সতর্ক করল জাকির নায়েক
ভারতীয় এজেন্সিগুলির ভয়ে লুকিয়ে থাকা জাকির নায়েক প্রায়শই বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য দেওয়ার জন্য চর্চায় থাকে। সম্প্রতি জাকির নায়েকের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল হয়ে পড়েছে। ভিডিও ২০১৯ সালের এপ্রিল মাসের। ভিডিওতে জাকির নায়েক এক যুবক আদিল আহমেদকে পাপ না করার বিষয়ে সতর্ক করছে।
আহমেদের ভুল এই যে সে তার বন্ধুদের মেরি ক্রিস্টমাস বা হ্যাপি ক্রিস্টমাস উইশ করেছে। উন্মাদী জাকির নায়েক বন্ধুদের এমন উইশ করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে। জাকির নায়েকের মতে কাউকে এমন উইশ করা ইসলাম মতে হারাম।
জাকির নায়েকের মতে, আল্লাহ পুরো বিশ্ব তৈরি করেছে তাই আল্লাহ ব্যতীত অন্য কারোর পুজো করা হারাম। এরপর জাকির নায়েক চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, বাইবেলে কেউ দেখাক যে যীশুক্রিস্ট নিজেকে ঈশ্বরের সন্তান বলেছেন।
ক্রিস্টমাসের উপর নিজের বক্তব্যকে পুনরাবৃত্তি করতে গিয়ে জাকির নায়েক বলে, হ্যাপি ক্রিস্টমাস বলা কি অপরাধ? হা একদম ১০০% অপরাধ। আমার মত যে কাউকে হ্যাপি ক্রিস্টমাস জানান সম্পূর্ণ হারাম। যারা এমন বলবে তাদের স্থান জাহান্নাম।